শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোলকাতা থেকে লাশ হয়ে ফিরলেন মইনুল ও তানিয়া

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৬:২৯

চিকিৎসা করাতে তারা কোলকাতায় গিয়েছিলেন। পরে ১৬ আগস্ট এক সড়ক দুর্ঘটনায় নিহত হন মইনুল আলম ও তার চাচাতো বোন ফারহানা ইসলাম তানিয়া। রবিবার তাদের লাশ সকাল ৯টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে। এ সময় সঙ্গে ছিলেন, আহত ফুফাতো ভাই কাজী শফিউর রহমান চৌধুরী জিয়াদ। 

মইনুল আলম গ্রামীণফোনের কর্মকর্তা ছিলেন। তানিয়া সিটি ব্যাংক, ঢাকা ধানমন্ডি শাখার শাখা ব্যবস্থাপক ছিলেন।

আরও পড়ুন: ঠিকমত চালাতে না পারলেও ছেলের আবদার রেখেছিলেন বাবা

আহত জিয়াদ জানান, ১৪ তারিখে ডাক্তার দেখাতে তারা ভারতে যান। ১৬ আগস্ট রাতের খাবার খেতে সেক্সপিয়ার সরণির চৌরাস্তার মোড়ে পুলিশ বক্সের পাশে তারা দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুত গতিতে বিপরীত দিক থেকে আসা জাগুয়ার কোম্পানির একটি গাড়ি মইনুল ও তানিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। এ সময় তিনি একটু দুরে থাকায় প্রাণে বেচে গেছেন। 

ইত্তেফাক/অনি