বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১২ থেকে ২২ ঘণ্টা দেরীতে ছাড়ছে ঢাকাগামী ট্রেন

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৩:০৭

এবার ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী থেকে ছেড়ে যাওয়া ট্রেনের শিডিউল বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করে। কোনো কোনো ট্রেন তো ১৫/২০ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে। শিডিউল বিপর্যয়ের সেই একই চিত্র চোখে পড়ছে ফিরতি ট্রেনগুলোতেও। ঢাকাগামী পশ্চিমাঞ্চলের সকল ট্রেন ১২ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে।

রেলের পশ্চিমাঞ্চলের ৩২টি আন্তঃনগর ট্রেনের শিডিউল বিপর্যয় চরম আকার ধারণ করেছে। এই বিপর্যয় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে ধারণা করছে যাত্রীরা। সোমবার সকালে খুলনা-চিলাহাটিগামী ৭২৭/৭২৮ রূপসা এক্সের আপ ডাউন যাত্রা বাতিল করা হয়েছে।

রংপুর এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, চিত্রা, সুন্দরবন এক্সপ্রেসসহ ঢাকাগামী পশ্চিমাঞ্চলের সকল ট্রেন ১২ ঘণ্টা থেকে ২২ ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে।

আরো পড়ুন: কর্মব্যস্ত হয়ে উঠছে রাজধানী

এতে ঈদ পালন শেষে রাজধানী মুখী হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা শিশু সন্তানসহ দূরদূরান্ত থেকে স্টেশনে এসে সময়মত ট্রেন পাচ্ছেন না তারা পড়ছেন চরম বিড়ম্বনায়। 

ইত্তেফাক/এমআর