শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশালে ডেঙ্গু জ্বরে তরুণীর মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৭:৫৫

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সুমাইয়া নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আইসিইউতে তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন। 

সুমাইয়ার বাড়ি পটুয়াখালীর দুমকী উপজেলায়। গত ১৬ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করেন স্বজনরা। রবিবার মধ্য রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে প্রেরণ করা হয়।  সোমবার দুপুরে তার মৃত্যু হয়। 

আরো পড়ুন: জবানবন্দির আগেই মিন্নির দোষস্বীকার নিয়ে এসপির বক্তব্যের তথ্য চায় হাইকোর্ট

এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন। এরমধ্যে ১০৩ পুরুষ, ৪৩ নারী ও শিশু ৪৩ জন। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে এক হাজার ২৮০ জন। বিদায় নিয়েছে ১০৯১ জন। এই সময়ের মধ্যে মোট মারা গেছে পাঁচ জন। 

ইত্তেফাক/জেডএইচ