শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চাঁদা দাবিকালে প্রতারক গ্রেফতার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৫

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সেনা সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবিকালে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ভূঞাপুর উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাথাইলকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম রিপন চন্দ্র কর্মকার (৩২)। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের মৃত অতুল চন্দ্র কর্মকারের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ‘পাথাইলকান্দি বাজারে একাধিক ওষুধের দোকানে ইউনিফর্ম পড়ে সেনা সদস্যের পরিচয় দিয়ে টাকা দাবি করেন রিপন কর্মকার। তার আচরণে স্থানীদের সন্দেহ হলে তাকে বিভিন্ন প্রশ্ন করলে তিনি উত্তর দিতে না পারায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।’

আরো পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিকৃত ছবি পোস্টকারী গ্রেফতার

ওসি আরো জানান, ‘রিপন চাটখিল থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর পরিচয় দিয়ে এই কাজ করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে তাকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।’ 

ইত্তেফাক/বিএএফ