শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মতলব বাজারে চার কোটি টাকার জাল জব্দ, আটক ৪

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৭:২০

মতলব দক্ষিণ সদর বাজারে হঠাৎ অভিযান চালিয়ে আজ বুধবার দুপুরে প্রায় চার কোটি টাকা মূল্যমানের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ব্যবসায়ী যথাক্রমে প্রনয় দাস (৩০) ও বিপ্লব দাসকে (৩৫) এক বছরের জেল এবং ব্যবসায়ী শাহআলম (২৬) ও মিঠু দেবনাথকে (২৪) ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, চাঁদপুর কোস্টগার্ড পুলিশ লে. ফয়সাল বিন রশীদ, মতলব পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মো. আবুল বাশার মিয়াজী পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. সজীব, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক মো. ফারুক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: রানা প্লাজা:  হত্যা মামলার ৪১ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

পরে জব্দকৃত কারেন্ট জালগুলো মতলব নিউ হোস্টেল মাঠে পুড়িয়ে ফেলা হয়। 

ইত্তেফাক/কেকে