মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৪

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৬:১৮

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দুটি বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সালন্দর ডেনিস হাসপাতালের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার বাবুল (২০), গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২), ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫) ও শহরের আশ্রমপাড়া এলাকার মজিবর রহমান (৬০)।

প্রত্যক্ষদর্শী ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় সোনার বাংলা ও রাজু এন্টারপ্রাইজের দুটি বাস। বাস দুটি সালন্দর ডেনিস এলাকায় পৌঁছলে সোনার বাংলা পরিবহনের বাসটিকে রাজু এন্টারপ্রাইজের বাস ওভারটেক করতে যায়। 

আরও পড়ুন: দোকানে মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পণ্য, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এ সময় সোনার বাংলা বাস ধাক্কা দিলে দুর্ঘটনার কবলে পরে রাজু এন্টারপ্রাইজের বাসটি। এতে ঘটনাস্থলে মারা যান বাসটির ড্রাইভার ও একজন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরও দুইজনের মৃত্যু হয়। 

ইত্তেফাক/অনি