মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনুমোদনহীন হাসপাতাল বন্ধ করে দিলেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৬:৫১

কুমিল্লার চান্দিনায় বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান বেসরকারি হাসপাতাল ও একটি ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন করেন। ওই প্রতিষ্ঠান গুলোর অনুমতি না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলামের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

অভিযানে অনুমতি না থাকায় চান্দিনা থানা রোডের ডা. জয়নাল সুপার মার্কেটে অবস্থিত নিউ চান্দিনা মেডিকেল সেন্টার নামে প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানাসহ বন্ধ ঘোষণা করা হয়। এ সময় পাশের মাহি ডিজিটাল ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন সেন্টার নামে অপর একটি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৪

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক ও চান্দিনা থানা পুলিশ। 

ইত্তেফাক/অনি