শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কেন্দুয়ায় জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৮:৪৬

বাড়ির পাশে জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুতের অবৈধ তারে (সাইট লাইন) জড়িয়ে হালান মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালান মিয়া বাদে আঠারবাড়ি গ্রামের মৃত নেকবর আলী মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, কৃষক হালান মিয়া শুক্রবার দুপুরে বাড়ির পাশে জঙ্গলে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। এ সময় তিনি জঙ্গলের ভিতর দিয়ে অবৈধভাবে নেওয়া প্রতিবেশীর বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ ফাহিমের লাশ মিললো দুইদিন পর

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু