বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুরাদনগরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৭:০১

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিয়েছেন বাবা। পরে পিতার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলেকে আট মাসের কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার ধামঘর গ্রামের চরু মিয়ার ছেলে ফারুক (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ছেলে ফারুক মাদকাসক্ত। ফারুক মাদক ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাকে ও তার স্ত্রীকে মারধর করত। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে বাবা চরু মিয়া মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন। পিতার অভিযোগের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ মাদকাসক্ত ছেলে ফারুককে আটক করে মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাসের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ভ্রাম্যমান আদালত তাকে আট মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আরও পড়ুন : টেকনাফে পুলিশ-রোহিঙ্গা গোলাগুলি, নিহত ২

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিকে শনিবার সকালে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/কেআই