বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিশু জন্মালেই গাছের চারা নিয়ে হাজির ইউএনও

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩০

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শিশু জন্মের দিন শুভেচ্ছা জানিয়ে তার নামে একটি চারা গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেছেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।
 
জানা যায়, রবিবার উপজেলার হাসপাতাল পাড়ায় একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার খবর পেয়ে ইউএনও ফুলের তোড়া ও চারা গাছ নিয়ে সেখানে পৌঁছেন। ইউএনও নবজাতক হুসাইন ও প্রসূতি মা বিউটি খাতুনকে ফুলের তোড়া উপহার দেন এবং ওই বাড়ির আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হালিমা খানম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: খুলনায় নদী-খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

ইউএনও বলেন, আজ থেকে আমরা কাজটি শুরু করেছি। এতে শিশুর মা-বাবা দিনটি স্মরণীয় করে রাখবেন। সেই সঙ্গে শিশুর যত্নের পাশাপাশি গাছটিরও পরিচর্যা করবেন। এই গাছ ভবিষ্যতে তাদের সম্পদ হয়ে উঠবে।

ইত্তেফাক/অনি