শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পানিতে ডুবে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৯

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে মৎস্যঘেরের পানিতে ডুবে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম ইরফান উল্লাহ (১১)। সে নয়াপাড়া রেজিস্ট্রেশন ক্যাম্প-বি, ব্লক-বি, এমআরসি নং-৬১০৫৪ এর বাসিন্দা আমান উল্লাহর ছেলে।

বুধবার সকাল সাড়ে ৬টারদিকে উপজেলার  উক্ত ব্লকের মাছের ঘের থেকে ইরফানের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। দুপুরে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। 

নয়াপাড়া পুলিশ ক্যাম্পে দায়িত্বরত এসআই আব্দুস সালাম, এই কিশোরের মৃত্যু, উদ্ধার এবং দাফনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সোনারগাঁয়ে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় নিহত

জানা গেছে, ইরফান মঙ্গলবার সন্ধ্যার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে ক্যাম্পের পূর্ব পার্শ্বের নাফ নদী সংলগ্ন মৎস্যঘেরে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধ পানিতে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অবশেষে সকালে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।

ইত্তেফাক/নূহু