সাতক্ষীরার তালায় রুগ্ন গরু (গাভি) জবাই করে মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জাতপুর বাজারের এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার রাত ৮টার দিকে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই মাংস বিক্রির সময় হাতে-নাতে ধরে ফেলে।
আরো পড়ুন : গরু আর ওম শুনে কেঁপে ওঠাটা দুঃখজনক: মোদী
এ সময় ভোক্তা অধিকার আইনে উপজেলার আলাদিপুর গ্রামের ইউসুফ শেখর ছেলে রবিউল শেখকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। উদ্ধারকৃত মাংস কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়।
অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রসিকিউশন অফিসার উপজেলা সেনেটারি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও জাতপুর ক্যাম্প ইনচার্জ এসআই সাহিদুর রহমান।
ইত্তেফাক/ইউবি