শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গোপসাগরে দুই ফিশিংবোট ডুবি, ৮ জেলে নিখোঁজ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২২

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে দুটি ফিশিংবোট ডুবে গেছে। ৮ জেলে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গঙ্গামতি ও দুবলারচরের কাছে এ ফিশিংবোট ডুবির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মোবাইল ফোনে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দুটি ফিশিংবোট ডুবে যায়। ডুবে যাওয়া বোটের জেলেদের অন্য বোটের জেলেরা উদ্ধার করলেও আট জেলে নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ফিসিংবোট হচ্ছে পিরোজপুরের পারেরহাটের ইকবাল আড়ৎদারের এফবি আলসাত্তার, কাউখালীর নিমাই দাসের এফবি পূর্ণিমা। পূর্ণিমা বোটের ৮ জেলে নিখোঁজ রয়েছে।

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম খোকন জানান, ঝড়ো হাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে শরণখোলার প্রায় অর্ধশতাধিক ফিশিংবোট শরণখোলা মাছ ঘাটে ফিরে এসেছে এবং তাদের অনেক ফিসিংবোট সুন্দরবন সহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের এফবি মঞ্জু ফিশিংবোটের মাঝি কামরুল ইসলাম সুন্দরবনের ভেদাখালী এলাকায় নিরাপদ আশ্রয়ে থেকে মোবাইল ফোনে জানান, বৃহস্পতিবার ও বুধবার সাগরে দুটি ফিশিংবোট ডুবে গেছে। তিনি আরো জানান, সাগর অত্যন্ত বিক্ষুব্ধ থাকায় শতাধিক ফিশিংবোট সুন্দরবনের কচিখালী, ভেদাখালী, ছাপড়াখালী, কটকাসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

ইত্তেফাক/এসএস