শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘প্রধানমন্ত্রীর কারণে বাংলাদেশ হয়ে উঠেছে সম্প্রীতির দেশ’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৮

খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক চেতনা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। এ দেশে ধর্ম যার যার উৎসব সবার। প্রতিটি উৎসবেই সকল ধর্মের মানুষ অংশ নিয়ে মেতে উঠে।’ শনিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন পোরশা জামিয়া আরাবিয়া মাদ্রাসার পরিচালক শরিফুদ্দিন শাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ উদ্দীন, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক প্রমুখ।

এরপর মন্ত্রী উপজেলার বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে একটি রোগী বহনকারী গাড়ি বিতরণ করেন। উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেন মন্ত্রী। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ২’শ শিক্ষার্থীর মাঝে ৫ লাখ টাকার শিক্ষা সহায়তার বিতরণ করেন।

ইত্তেফাক/বিএএফ