মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কলেজ ছুটি শেষে পারাপারের সময় নৌকা ডুবে ছাত্রী নিখোঁজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৩

কলেজ ছুটি শেষে নদীতে নৌকা যোগে পারাপারের সময় নৌকা ডুবে এক ছাত্রী নিখোঁজ ও ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বিপাশা নামে এক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা কলেজ সংলগ্ন লৌহজং নদীর নাগরপাড়া এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

নতুন কহেলা কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন মো. ফারুক জানান, দুপুর দুইটার দিকে কলেজ ছুটির পর ছাত্র-ছাত্রীরা ছোট একটি খেয়া নৌকা যোগে নদী পার হচ্ছিল। নৌকায় অতিরিক্ত ছাত্র-ছাত্রী ও সাধারণ লোকজন উঠায় মাঝ নদীতে এসে ডুবে যায়। অনেকেই সাতার কেটে তীরে উঠতে পারলেও কলেজের প্রথম বর্ষের ছাত্রী নিলিমা আক্তার (১৭) নিখোঁজ হয়। 

তার পিতার পিতার নাম মো. আলম লস্কর, গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের মজদই গ্রামে। 

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে যোগাযোগ করা হলে, স্টেশন অফিসার মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে দমকল বাহিনী ও ডুবুরি দলের সদস্যরা পুলিশের সঙ্গে নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন। 

ইত্তেফাক/জেডএইচ