মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হুন্ডির ৩০ লাখ টাকাসহ চোরাচালানী আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তে হুন্ডির ৩০ লাখ ৫০ হাজার টাক, একটি মোটরসাইকেলসহ রাজ্জাক মণ্ডল (৪০) নামের এক চোরাচালানী আটক করেছে বিজিবি। রবিবার সকাল ৮টার দিকে সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের কবরস্থান মোড় থেকে তাকে আটক করা হয়। রাজ্জাক উপজেলার কুতুবপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, গোপনে খবর পেয়ে সীমান্তবর্তী মুন্সিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মতিউর রহমান সঙ্গী ফোর্স নিয়ে কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি ভারত থেকে হুন্ডির টাকা নিয়ে আসছিলেন। দেহ তল্লাশি করে নগদ হুন্ডির ৩০ লাখ ৫০ হাজার  টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ৪০ হাজার মিটার কারেন্টজাল আটকের পর ধ্বংস

পরে তাকে দামুড়হুদা মডেল থানায় মামলা দিয়ে সোপর্দ করা হবে। 

ইত্তেফাক/অনি