শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাইবান্ধায় বজ্রপাতে এক গৃহবধূসহ ২ জনের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৪

গাইবান্ধায় রবিবার বজ্রপাতে নাছিমা বেগম (২০) নামে এক গৃহবধূ ও হায়দার আলী (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। নাছিমা বেগম সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নংকার ভিটা গ্রামের স্বপন মিয়ার স্ত্রী ও নিহত কৃষক হায়দার আলী ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে।

উদাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জানান, রবিবার হায়দার আলী গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে জমিতে রোপা আমন ধান রোপন করছিলেন। এ সময় দুপুর আনুমানিক ২টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। 

আরও পড়ুন: অন্যায় অনিয়ম যেই করুক ছাড় পাবে না : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

অন্যদিকে ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, রবিবার বিকেলে নাছিমা বেগম বাড়িতে সাংসারিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাত হয়। এতে তিনি অজ্ঞান হয়ে উঠানে পড়ে যান এবং তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

ইত্তেফাক/নূহু