শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাণিসম্পদ অফিসের মধ্যে কর্মচারীর আত্মহত্যা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৩

পাবনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের মধ্যে সেলিম রেজা নামের চতুর্থ শ্রেণির এক কর্মচারী আত্মহত্যা করেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) শহরের পৌর এলাকার লাইব্রেরি বাজারে এই ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা জেলার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের তুজাম উদ্দিনের ছেলে ও পাবনা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের চুক্তিভিত্তিক ঝাড়ুদার ছিলেন।

আরো পড়ুন: একদিনেই জবি ছাত্রলীগের দুই লাখ টাকার চাঁদা দাবি!

পাবনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রতিদিনের মত সোমবার সকালে সেলিম ঝাঁড়ু দিতে আসে। এ সময় তিনি বাইরে থেকে গেটে তালা লাগিয়ে দেন। পরে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

ইত্তেফাক/বিএএফ