শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ ২ জনের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৯

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আট মাসের শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে রাফিত ও একই জেলার অভয়নগর উপজেলার খবিরুদ্দিন (৫০)।

আজ সোমবার দুপুরে ও রবিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় শিশুসহ ১৩জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আ‌বা‌সিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত শনিবার বিকাল ৪টায় রাফিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বাস্থের অবনতি হলে তাকে রাত ৯টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রবিবার রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সিনিয়র সচিব হলেন আরও ৪ জন

এছাড়া অভয়নগর থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত খবিরু‌দ্দিন গত রবিবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে আই‌সিইউ‌তে তিনি মারা যান।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্র জানায়, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ১৩জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। এর মধ্যে নতুন রোগী ৩৭ জন।

ইত্তেফাক/কেকে