শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩০

সিদ্ধিরগঞ্জে একটি মাদ্রাসার শৌচাগার থেকে আবু তালেব আকাশ (১২) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার সুলতানিয়া তাউফিযুল কোরান মাদ্রসায় এ ঘটনা ঘটেছে। পুলিশ বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। তবে আকাশের পরিবারের দাবি আকাশকে হত্যা করা হয়েছে। 

জানা যায়, রূপগঞ্জের গন্ধবপুর উত্তরপাড়া এলাকার সিএনজি চালক জাহাঙ্গীর হোসেনের ছেলে আবু তালেব আড়াই বছর পূর্বে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার এ মাদ্রাসায় ভর্তি হয়। সে হেফজ বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র থাকাবস্থায় ২১ পারা কোরআন মুখস্ত করে।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নোমান বলেন, 'মঙ্গলবার আছর নামাজের পর  আবু তালেব বাথরুমে গিয়ে আর বের হয়নি। পরে অন্য ছাত্ররা বিষয়টি আমাকে জানালে দরোজা ভেঙে দেখি বাথরুমের ভেন্টিলেটারের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে তাকে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে খানপুর ৩শ শয্যা  হাসপাতালে নিতে বলে। খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। 

এদিকে নিহতের চাচা আলমগীর জানায়, 'আবু তালেবের আত্মহত্যার কোন প্রশ্নই ওঠে না। আমার সন্দেহ হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্তের দাবি জানাই।'

আরও পড়ুন: মিঠাপুকুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, 'এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিত হওয়া যাবে না।'

ইত্তেফাক/নূহু