বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ১শ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে দায়ের করা একটি মামলায় মো. মমিন (৩৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ  মো. শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা  করেন। 

দণ্ডিত মোমিন সদর উপজেলার শাহাজাহানপুর চরদূর্লভপুর পাথালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

অতিরিক্ত সরকারি কৌসুলি আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর সুজনপাড়া গ্রামে সড়কের ওপর র‌্যাব-৫  চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানে ১ কেজি একশ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার হয় মমিন।

এ ঘটনায় ওইদিনই র‌্যাবের তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ২৭ জানুয়ারি মোমিনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন: নাগরপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

৯ জনের সাক্ষ্য গ্রহণ এবং প্রমাণ ও শুনানী শেষে আদালত বুধবার মোমিনকে দোষি সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাড. আকরামুল হোসেন। 

ইত্তেফাক/নূহু