শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাজীগঞ্জে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৩

চাঁদপুরের হাজীগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে পুলিশীর হস্তক্ষেপে বন্ধ হয়েছে। পরে মুচলেকায় ছাড়া পেয়েছেন ওই শিক্ষার্থীর মা-বাবা।

বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহম্মদপুর মুন্সি বাড়িতে। সে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

আরও পড়ুন: কে এই যুবলীগ নেতা খালেদ মাহমুদ?

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, বুধবার দুপুরে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে পার্শ্ববর্তী এলাকার প্রবাসী যুবকের সাথে বিয়ে হওয়ার কথা ছিলো এবং বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন ছিলো।খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে। পরে ছাত্রীর বাবা আব্দুল মান্নান মুন্সি ও মা সাজুদা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তারা প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়।

ইত্তেফাক/এমআরএম