বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মির্জাপুরে ২৪৩ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এ বছর সর্বোচ্চ ২৪৩ মণ্ডপে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি চলছে। ২৪৩ মণ্ডপের মধ্যে সার্বজনিন শারদীয়া (বিভিন্ন ক্লাবের মাধ্যমে) ২৩৩ টি  এবং ব্যক্তি উদ্যোগে ১০ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্ববীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা।

শনিবার মির্জাপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক জানান, এ বছর টাঙ্গাইল জেলা তথা বাংলাদেশের মধ্যে মির্জাপুর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ২৪৩ মণ্ডপে শারদীয়া দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। এখন মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ।

আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবদল সভাপতি নিহত

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, মির্জাপুর উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা। এ বছর মির্জাপুর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ২৪৩ মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ২৩৩ টি সার্বজনিন এবং ১০ টি ব্যক্তি উদ্যোগে। প্রতিটি মণ্ডপে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাসহ প্রশাসন থেকে বিভিন্ন ভাবে সহায়তা করা হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম