শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেহেরপুরে জেলা কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৫

মেহেরপুর জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে বকুল ইসলাম (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাজতি বকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তার হাজতি নম্বর১২৯৮/১৯। তিনি পারিবারিক মামলায় হাজত বাস করছিলেন।

আরও পড়ুন: ইসলামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার শরিফুল আলম জানান, গত ২০ সেপ্টেম্বর একটি পারিবারিক মামলায় বকুল ইসলামকে হাজতে পাঠায় আদালত। আজ সকালের নাস্তা খাওয়ার পর সে বসে ছিল। এরই মধ্যে সকাল সোয়া ৯টার দিকে তার হঠাৎ হার্ট অ্যাটাক করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর সকাল ১০টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, হাজতি বকুল ইসলামের মৃত্যূর বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট ও হাজতির পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করেই বিকালের দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মেহেরপুর জেনারেল হাসপাতারে কর্তব্যরত চিকিৎসক অঞ্জন দত্ত জানান, হাজতি বকুল ইসলাম হার্ট অ্যাটাকে মারা গেছেন।

ইত্তেফাক/এমআরএম