শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়ায় ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের পরিচালক গ্রেফতার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

বগুড়ায় ক্রিয়েশন হোম কোচিং সেন্টারের এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের পরিচালক আলী আহসান ডিউককে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপশহরের স্নিগ্ধা আবাসিক ২ নাম্বার রোড এলাকায় নিজ কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঝোপগাড়ীর মৃত হযরত আলীর ছেলে। 

অভিযোগকারী ওই নারী সহকর্মীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন পরিচালক আলী আহসান। বগুড়া সদর সার্কেলের মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, অভিযুক্ত ক্রিয়েশন হোম কোচিং'র পরিচালক তার সহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। 

আরও পড়ুন : ছাত্রদলের উপর হামলায় ডাকসু ভিপির নিন্দা

পরে ভুক্তভোগী ওই নারী বিয়ের দাবিতে আলী আহসানের বাড়িতে অবস্থান নেয়। এমন সংবাদ পেয়ে উপশহর ফাঁড়ি পুলিশের টিম রবিবার দিবাগত রাতে অভিযুক্ত আলী আহসানকে গ্রেফতার করেছে।   

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত আলী আহসানের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করার পরে তাকে গ্রেফতার করা হয়েছে।   

ইত্তেফাক/কেআই