শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অতিরিক্ত মদপানে ৬ জনের মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২০:৩৩

খুলনায় অতিরিক্ত মদপানে দুই ভাইসহ ৬ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে এদের মৃত্যু হয়। 

মৃত ব্যক্তিরা হলেন- নগরীর গল্লামারী এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৯) ও  তাপস দাস (৩২), ভৈরব টাওয়ার এলাকার মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২৫), গ্লাক্সোর মোড় এলাকার প্রদীপ শীলের ছেলে সজল শীল (২৬), নগরীর রায়পাড়া ক্রসরোডের বিমল শীলের ছেলে অমিত শীল (৪০) এবং রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পরিমল। এছাড়া দীপ্ত দাস (৩০) নামে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: তারা নিষেধ শোনেনি

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলমগীর, ডা. ওমর ফারুক ও ডা. মনোয়ার বলেন, বুধবার সকালে মদপানে অসুস্থ হয়ে ওই ৬ ব্যক্তি হাসপাতালে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সর্বশেষ সন্ধ্যা সোয়া ৬টার দিকে অমিত শীল মারা যান। অতিরিক্ত মদ পানের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/অনি