ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামে রুবেল মিয়া হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদরের উলচাপাড়া গ্রাম থেকে শহীদ মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শহীদ মিয়া হত্যা মামলার পর থেকেই পালিয়ে ছিল। পরে গোপন সং বাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ক্লাবঘর থেকে ১৬ জুয়াড়ি আটক
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য ১০ সেপ্টেম্বর ফান্দাউক ইউনিয়নের রসুলপুর রাজনগর গ্রামে রুবেল মিয়াকে হত্যা করা হয়।
ইত্তেফাক/এমআরএম