বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভেঙেছে এক পা, আরেক পায়ে প্লাস্টার

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০৩:৪৬

নেত্রকোনার মোহনগঞ্জ হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়েছে প্রীতম (০৫) নামের এক শিশু। বুধবার বিকালে প্রীতমকে ডান পা ভাঙ্গা অবস্থায় ডা. সুবীর সরকারের নিকট নিয়ে গেলে তাকে তিনি জরুরি বিভাগে প্রেরণ করেন। সেখানে ডিউটিরত ওয়ার্ডবয় জালাল উদ্দিন প্রীতমের ভাঙ্গা ডান পায়ের বদলে বাম প্লাস্টার কয়ে দেয়। 

শিশু প্রীতমের বাড়ী খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের পাথরা গ্রামে। রাতে শিশুটির অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তার বাবা পরিতোষ সরকার মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে এলে ইমারজেন্সি এটেন্ডেন্টস ময়না সরকার প্রীতমের আক্রান্ত পা প্লাস্টার করে দেন।

আরও পড়ুন : আবরার হত্যা: প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি সকালের

মোহনগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবীর সরকার জানান, ওয়ার্ড বয় জালাল উদ্দিন বড় অপরাধ করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
ইত্তেফাক/কেআই