শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সরকার মৎস্যজীবীদের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছে: শেখ তন্ময়

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৬

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেছেন, ‘জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যজীবীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আজ মৎস্য সম্পদের যথাযথ আহরণ ও জনগণের আমিষের চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।’

বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে জেলা মৎস্যজীবী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘উপকূলীয় জেলা বাগেরহাটে অনেক মৎস্যজীবী রয়েছেন। তারা ঝুঁকি নিয়ে সাগরে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে এসব মৎস্যজীবীদের জীবনযাত্রার পরিবর্তন ঘটবে।’

আরো পড়ুন: শেখ হাসিনার নির্বাচনী প্রচারে সফরসঙ্গী রিয়াজ-ফেরদৌস

জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা প্রফেসর ড. মমতাজ খানম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুচি, শেখ ফিরোজুল ইসলাম, মৎস্যজীবী নেতা মাওলানা ওয়াহিদুজ্জামান, বিপ্লব কুমার দাস, মো. নজরুল ইসলাম, মো. জাকির হোসেন প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ