মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মানিকগঞ্জে কোটি টাকার কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৩:১৭

মানিকগঞ্জের শিবালয়ে র‌্যাবের অভিযানে প্রায় এক কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে আরিচা ঘাট এলাকার পাঁচটি গুদাম ঘর থেকে এই জাল জব্দ করা হয়। অভিযানে ইছাক মোল্লা নামে এক জাল ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন তাকে চার হাজার টাকা জরিমানা করেন। অভিযান টের পেয়ে অন্যান্য জাল ব্যবসায়ীরা পালিয়ে যান।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং, শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, শিবালয় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. আতিয়ার রহমান।

উনু মং জানান, দীর্ঘ দিন ধরে আরিচা ঘাটে কয়েকজন ব্যবসায়ী অবৈধ ভাবে ইলিশ ধরার কারেন্ট জাল বিক্রয় করে আসছিল। একটি গোয়ান্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জাল যমুনার পাড়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া কারেন্ট জালের গুদামের পলাতক মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

ইত্তেফাক/আরকেজি