শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজবাড়ীতে ইলিশ ধরায় দায়ে ১৮ জেলের কারাদণ্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৯:১১

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে ইলিশ ধরায় রাজবাড়ীতে ১৮ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ীর নেজারাত ডেপুটি কালেক্টর মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

সোমবার রাজবাড়ী জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অভিযানে আটক ১৮ জন জেলের মধ্যে ১২ জনকে ১৭ দিন ও ৫ জনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অপর জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত দুটি নৌকা নিলামে বিক্রি করা হয়।

আরো পড়ুন: খোঁজ মিলেছে বিশ্বের প্রথম উপন্যাসের হারানো অংশের

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মজিনুর রহমান জানান, চলমান ইলিশ রক্ষা অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জন জেলেকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ