শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোরেলগঞ্জে ট্রলার মালিকের লাশ উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৬:৫৫

বাগেরহাটের মোরেলগঞ্জ নিখোঁজ এক ট্রলার মালিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মনোয়ার হাওলাদার। উপজেলা সীমান্তবর্তী সুন্দরবনের ভোলা নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। নিখোঁজের ৩৪ ঘণ্টা পর মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। মনোয়ার হাওলাদার উপজেলার গুলিশাখালী গ্রামের মোনাফচ্ছের হাওলাদারের ছেলে।

মনোয়ারের স্ত্রী ময়না বেগম জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় স্বামী মনোয়ারের সঙ্গে ফোনে কথা হয়। রাত দেড়টার পরে আর ফোন রিসিভ করেননি। এরপর স্বজনরা ভোলা নদীসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে মঙ্গলবার সকালে তার লাশ পায়। 

তবে মনোয়ার কিভাবে নদীতে পড়ে নিখোঁজ হন তা জানা যায়নি। এছাড়া মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও বনবিভাগের সদস্যরা বনের সম্ভাব্য এলাকাসহ ভোলা নদীতে মনোয়ারের সন্ধানে তল্লাশি চালায়।
   
আরও পড়ুন: মিঠাপুকুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গুলিশাখালী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফছার উদ্দিন বলেন, 'রবিবার দিবাগত রাত ২টার দিকে মোংলা থেকে কাঠ নিয়ে একা নিজের ট্রলারে বাড়ি ফেরার সময় মনোয়ার নিখোঁজ হন। এরপর মধ্যরাতে মনোয়ারের ট্রলারটি ভেসে এসে ক্যাম্পের সামনে আটকে থাকে।'

ভোলা থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম মনোয়ারের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এএএম/নূহু