বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোটার তালিকার ছবি তুলতে আসা রোহিঙ্গাসহ ২ জনের কারাদণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৩৭

কক্সবাজারের রামু উপজেলায় হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত কার্যক্রমের ছবি তুলতে আসা এক রোহিঙ্গাসহ দুইজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মনজুর আলম (২৩) ও হাফেজ আহমদ (৫৭)। তথ্য গোপন করে ছবি তোলার অভিযোগে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে মনজুর আলম বড় জাংছড়ি মুড়ার কাচা এলাকার হাফেজ আহমদের ছেলের পরিচয়ে এবং হাফেজ আহমদ (৫৭) একই এলাকার মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে পরিচয়ে ছবি তুলতে আসেন। এ সময় তথ্য গোপন করার অভিযোগে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশি নাগরিকসহ শতাধিক গরু নিয়ে গেলো ভারতীয় খাসিয়ারা

উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুর রহমান জানান, চলমান হালনাগাদ ভোটার তালিকার জন্য ছবি তুলতে এলে মনজুর আলমকে রোহিঙ্গা নাগরিক বলে শনাক্ত করা হয়। এ সময় তথ্য গোপন করে ছবি তুলতে আসেন হাফেজ আহমদ নামে অপর ব্যক্তি। তাদের দুজনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। দণ্ডাদেশপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএএম/নূহু