শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোলায় ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৩:২৬

ভোলায় ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ককটেল উদ্ধার করেছে। বুধবার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জমাদ্দার বাড়ির বাগানে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো, রফিকুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী মো. রনি পিতা আ, সাত্তার ও একই স্কুলে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী শাহাদাত হোসেন পিতা- মাকসুদুর রহমান।

আরও পড়ুন: পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জমাদ্দার বাড়ির বাগানে দুপুরে ককটেলের শব্দ শুনে দুই শিক্ষার্থী সেখানে যায়। এ সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটলে রনির পেটে ও শাহাদাত হোসেনের পায়ে ও মাথায় আঘাত লাগে।পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে এসআই সুবীর এর নেতৃত্বে পুলিশের একটি টিম বাগানে অভিযান চালিয়ে ২টি ককটেল উদ্ধার করেছে।

স্থানীয়দের ধারণা, শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য পদে গত সোমবারের উপ-নির্বাচনকে কেন্দ্র করে এসব ককটেল আনা হতে পারে।  

ইত্তেফাক/এমআরএম