শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল-কলেজ ফাঁকি দেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৩:৩৪

ব্রাহ্মণবাড়িয়া শহরে  স্কুল কলেজ ফাঁকি দিয়ে লোকনাথ দিঘীর ময়দানে আড্ডা দেয়া তরুণ-তরুণীদের  বিরুদ্ধে অভিযান শুরু করেছে  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
 
বুধবার ওসি সেলিম্উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে আটক করা না হলেও বিভিন্ন বয়সী ছেলে-মেয়েকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: ভোলায় ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, স্কুল কলেজ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে গিয়ে আড্ডা দিয়ে তরুণ সমাজ যাতে বখে না যায় এজন্য এই নজরদারির ব্যবস্থা করা হয়েছে। অনেকেই স্কুল কলেজ ফাঁকি দিযে পার্কে গিয়ে সময় নষ্ট করে। যা তাদের ভবিষ্যতের জন্য হুমকি। আমরা বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে সতর্ক করে দিয়েছি পরবর্তীতে তাদের দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেযা হবে।

ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা-মাকে সন্তানের প্রতি আরো বেশি নজর দেয়ার আহ্বান জানান তিনি।

শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, বিভিন্ন পাবলিক প্লেসে এ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমআরএম