শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ৭ শিশু শিক্ষার্থী গুরুতর আহত

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৩:০৯

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ৭ শিশু শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে বামনআলী নামক রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের মধ্যে লামিয়ার (৬) নাম পাওয়া গেছে। অন্যদের গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে লাগেজে মিলল দ্বিখণ্ডিত যুবকের লাশ

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিকরগাছায় আইডিয়াল চাইল্ড হোম প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীবাহী একটি ভ্যান বামনআলী এলাকায় রেললাইন অতিক্রম করছিল। এ সময় খুলনাগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীরা আহত হয়। ঘটনাস্থলে কোনো রেলগেট নেই।

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে লামিয়াকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ইত্তেফাক/এমআরএম