বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৯:০২

কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে। পেঁয়াজের দাম বৃদ্ধিতে কারো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে। দক্ষিণ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিমিয় সভা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর এসএস কেমিক্যাল এন্ড কনজুমার্স প্রোডাক্টসকে ৮ হাজার টাকা, মাধবের ঘোল মুড়ির দোকানকে দেড় হাজার টাকা এবং সোহাগ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ইত্তেফাক/আরকেজি