শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কলেজছাত্রীকে গণধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নাগালের বাইরে

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৩১

বাগমারার পুঠিয়ায় কলেজছাত্রী তামান্না আক্তার টিয়াকে (১৭) গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সহপাঠীরা। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তামান্না ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সমষপাড়া গ্রামের আবদুর রশিদের মেয়ে। 

পরিবারের অভিযোগ, গত ১৮ অক্টোবর শুক্রবার দিনগত রাতে পুঠিয়া উপজেলার সাধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বখাটে ছেলে শান্ত ইসলাম ও তার সহযোগীরা তামান্নাকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন শনিবার সকালে তার বাড়ি পাশে আমবাগানে ঝুলন্ত অবস্থায় তামান্নার মরদেহ উদ্ধার করে নলডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় শান্ত নামে এক যুবককে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, টিয়া হত্যার মূল আসামি শান্ত ধরা ছোঁয়ার বাইরে। তাকে দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইত্তেফাক/এসি