বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘২০২০ সালেও প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে থাকবেন হিলারি’

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:০৬

দু’বারের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্সিয়াল প্রার্থী তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়ে থাকবেন ২০২০ সালেও রোববার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত তার উপদেষ্টা মার্ক পেনের কলামে এ তথ্য জানানো হয়েছে। হিলারি ক্যাম্পেইনটির নাম হতে পারে ‘হিলারি ৪.০’। পলিটিকো।

কলামে পেন লিখেছেন, ২০২০ সালে হিলারি ক্লিনটন নিজেকে ‘উদার অগ্রনায়ক’ পরিচয়ে তুলে ধরবেন। দুবার ব্যর্থ হওয়া হিলারিকে আগামি দফায় হোয়াইট হাউসে যেতে কোন বাধাই আর আটকাতে পারবে না।

চলতি মাসে একটি সাক্ষাৎকারে হিলারি বলেন, ‘আমি প্রেসিডেন্ট হতে চাই।’ তবে আবারও প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নে ‘না’ উত্তর দিয়েছেন তিনি।

হিলারির সহযোগী ফিলিপে রেইনস গত মাসে পলিটিকো ম্যাগাজিনকে বলেন, ‘২০২০ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের তালিকায় হিলারির নাম না থাকাটা অদ্ভূত ব্যাপার।’

আরও পড়ুনঃ দলীয় মনোনয়ন সংগ্রহের শো-ডাউন বন্ধের নির্দেশ

তবে সম্প্রতি রেইন বলেছেন, আগামী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে পারবেন এমন কোন ডেমোক্রাটকে তিনি দেখতে পাচ্ছেন না।

ইত্তেফাক/টিএস