বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিমানে যৌন হেনস্থার দায়ে ভারতীয়র ৯ বছরের জেল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:০৯

বিমানে নারী যাত্রীকে যৌন হেনস্থার দায়ে ভারতীয় এক নাগরিককে ৯ বছরের জেল দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। খবর বিবিসির।

বিবিসির খবরে বলা হয়েছে, অভিযুক্ত ওই ভারতীয় নাগরিক চলতি বছরের জানুয়ারিতে এক নারীকে যৌন হেনস্থা করে। তারই প্রেক্ষিতে প্রমাণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রের আদালত অভিযুক্ত ব্যক্তিকে এই রায় দিয়েছে।  

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রভু রামমোর্থী (৩৪। ঘটানার সময় বিমানে ওই নারীর পাশেই বসেছিলেন রামমোর্থী। সঙ্গে ছিল তার স্ত্রীও।  

হেনস্থার স্বীকার ওই নারী জানায়, তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে একপর্যায়ে জেগে উঠলে দেখতে পান তার পড়নের শার্ট ও ট্রাউজারের বোতাম খোলা। এছাড়া এসময় প্রভুর হাতও তার শরীরের ওপরে পান বলে অভিযোগ করেন।  

আরো পড়ুন: নেপালে ১০০-র ওপরে সকল ভারতীয় নোট নিষিদ্ধ 

সেসময়ই বিমানে থাকা অবস্থায় ওই নারী প্রভুর বিরুদ্ধে বিমানের ক্রুকে যৌন হেনস্থার অভিযোগ জানায়। তবে সেসময় প্রভুর স্ত্রী অভিযোগ করে জানায়, ওই নারী তার স্বামীর হাঁটুতে ঘুমিয়ে পড়েছিল।   

ইত্তেফাক/এসআর