শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনা ও হিরার টয়লেট

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১১:১১

সোনার ও হিরা দিয়ে সাজানো এক বহুমূল্যবান টয়লেটের ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সাংহাইতে আয়োজিত চীনের আন্তর্জাতিক ইমপোর্ট এক্সপোতে এটি দেখা গেছে। নির্মাতা হংকংয়ের অলঙ্কার ব্র্যান্ড ‘করোনেট।’ এটির আসন বুলেট প্রুফ! এবং সম্ভবত কোনো টয়লেট আসনে সবথেকে বেশি হিরার রেকর্ডও এরই দখলে। টয়লেটটি নির্মাণে খরচ হয়েছে ১৩ লাখ ডলার। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১১ কোটি টাকা।

‘ডেইলি মেইল’ জানিয়েছে, এই টয়লেটের নির্মাণে বুলেট প্রুফ কাঁচ ব্যবহৃত হয়েছে। সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে ৪০ হাজার ৮১৫টি হিরা। সব মিলিয়ে ৩৩৪.৬৮ ক্যারেট হিরা দিয়ে তৈরি এই মহার্ঘ টয়লেট।

‘করোনেট'-এর মালিক অ্যারন শুম অবশ্য জানাতে চাননি কেউ এই টয়লেটটি কিনছে কিনা। তিনি জানিয়েছেন, তার এই টয়লেট বিক্রি করার কোনো ইচ্ছে নেই।

আরও পড়ুন: ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

‘ডেইলি মেইল’-কে তিনি জানিয়েছেন, ‘আমরা একটা হিরার শিল্প জাদুঘর বানাতে চাই, যাতে বহু মানুষ সেটি উপভোগ করতে পারেন।’

সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই সোনা ও হিরা বসানো টয়লেটের প্রশংসায় অনেকেই পঞ্চমুখ। আবার কারও মতে এটি ‘হাস্যকর’।

ইত্তেফাক/এসি