দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার রাজ্য

ছবি-সংগৃহীত
ইত্তেফাক ডেস্ক০১:১৬, ০৯ নভেম্বর, ২০১৯ | পাঠের সময় : মিনিট
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস নামের রাজ্য দাবানলে পুড়ছে। গতকাল কর্মকর্তারা জানান, রাজ্যের ৯০ টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এটা ছিল অপ্রত্যাশিত। বাতাসের গতিবেগ বাড়ায় আগুন ছড়াচ্ছে বলে তারা জানান।
বিভিন্ন স্থানে বাসিন্দারা তাদের বাড়িতে আটকা পড়ার খবর পাওয়া গেছে। দাবানলের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কাছে পৌছাতেও পারছেন না।
ফায়ার সার্ভিসের স্থানীয় কমিশনার শেইন ফিতজসিমনস বলেন, এমন আগুন আগে কখনো দেখিনি। তাই আমরা আটকে পড়া ব্যক্তিদের কাছে যেতে পারছি না। সেখানে এক হাজার ফায়ার সার্ভিস কর্মী ও ৭০ এয়ারক্রাফট মোতায়েন করা হয়েছে। -রয়টার্স
ইত্তেফাক/এসআর