শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ায় দাবানলে নিহত ৩, নিখোঁজ ৭

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০৭:৫৪

ভয়াবহ দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। দুই দিন ব্যাপী চলা এই দাবানলে শনিবার তিন জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত সাত জন।  খবর বিবিসি’র।

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে এক শ’ ৫০টির বেশি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, ব্রিজ এবং বিদ্যুৎ ব্যবস্থা। কয়েক হাজার বাসিন্দা নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। 

আরও পড়ুন: মধ্যরাতে পূর্ণশক্তিতে আঘাত হানবে ঘূর্ণিঝড় বুলবুল

দমকল বাহিনী জানিয়েছে, রাজ্যটির বেশ কয়েকটি এলাকার বাসিন্দা তাদের বাড়িতে আটকে পড়েছেন। কিন্তু দাবানলের আগুনের তীব্রতা বাড়ার ফলে আটকে পড়াদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে এক হাজার দমকল সদস্য কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের সাহায্যে পানি ছিটানো হচ্ছে। 

নিউ সাউথ ওয়েলসে বর্তমান তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তাছাড়া দমকা হাওয়া বইছে। তাই আগুন নিয়ন্ত্রণে আনা কষ্টকর হচ্ছে। তবে আগমী সপ্তাহ নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে জানিয়েছে দমকল বাহিনী।  

ইত্তেফাক/এসইউ