শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পশ্চিমবঙ্গে ‘বুলবুল’ এর তাণ্ডব, নিহত ২

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০১:১৮
পশ্চিমবঙ্গের স্থলভাগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ । এতে এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছেন।  শনিবার রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ দিয়ে স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঘড়টি। এ সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় গড়ে ১২০ কি.মি.।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, উড়িষ্যায় প্রবল বৃষ্টির ফলে দেয়াল ধ্বসে একজন নিহত হয়েছেন। তাছাড়া কলকাতায়ও একজন নিহত হয়েছেন। তবে তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। 

‘বুলবুল’ এখন সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে। বাতাসের গতিবেগ রয়েছে প্রতি ঘণ্টা ৫৩ কিলোমিটার ।

আরও পড়ুন: মধ্যরাতে পূর্ণশক্তিতে আঘাত হানবে ঘূর্ণিঝড় বুলবুল

পশ্চিমবঙ্গের মেদিনীপুরের খেজুরি, নন্দীগ্রাম, নয়াচর এলাকা ‘বুলবুল’ এর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে, উড়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ির চাল, গাছ-পালা ভেঙে পড়েছে কয়েকটি জায়গায়। 

ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। রাজ্যের অস্থায়ী সচিবালয় ‘নবান্ন’ তে কন্ট্রোলরুম খোলা হয়েছে। সেখান থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ইত্তেফাক/এসইউ