শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যে জলপ্রপাতের পানি নিচের বদলে উপরের দিকে বহে

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২২:১৪

জলপ্রপাতের পানি সর্বদা নীচের দিকে প্রবাহিত হয় এটাতো সবারই জানা। তবে পৃথিবীতে এমনও জলপ্রপাত আছে যার পানি নিচে প্রবাহিত হওয়ার পরিবর্তে উপরের দিকে উঠে যায়! জলপ্রপাতটির অবস্থান আয়ারল্যান্ডে।   

সম্প্রতি জলপ্রপাতটির ভিডিও সামাজিক মাধ্যম ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, জলপ্রপাতটি সমুদ্র তীরবর্তী এক পাহাড়ের ঢালে অবস্থিত। এর নিচে গভীর খাদ। নীচে সাগর পাড়ে এসে ধাক্কা দিচ্ছে সমুদ্রের জলরাশি। জলপ্রপাতে স্বাভাবিক ভাবে পানি যে রকম নীচে নামে এখানে তেমনটা দেখা যাচ্ছে না। এখানে জলপ্রপাতের পানি  যেন উপরে উঠে আসছে।

আরও পড়ুন: দুবাই প্রবাসীদের ভোটার কার্যক্রম শুরু ১৮ নভেম্বর

আসলে এই জলপ্রপাতে বাতাসের প্রভাবে এমনটা হচ্ছে। সমুদ্র থেকে প্রচণ্ড বেগে ধেয়ে আসা বাতাসের ধাক্কায় জলপ্রপাতের পানির একটা বড় অংশ উড়ে উপরে চলে আসছে। এটি আয়ারল্যান্ডের ক্লিফ্ট অব মাদারের অবস্থা। আয়ারল্যান্ডের পূর্ব উপকূলের বাতাস বরাবরই জোরালো। সেই বাতাস মাঝে মাঝে এত জোরে বয় যে, পানিকে উড়িয়ে উপরে নিয়ে আসে। পাহাড়ি রাস্তা পেরিয়ে অনেক পর্যটকই এখানে ছুটে আসেন জলপ্রপাতটি দেখতে।   

ভিডিও লিংক নিচে...

ইত্তেফাক/এসইউ