বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চিলিতে নতুন সংবিধানের লক্ষ্যে গণভোট

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:০৩

চিলিতে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হবে। এর ফলে স্বৈরশাসনামলে প্রণীত সংবিধানের জায়গায় নতুন সংবিধান স্থান পাবে। শুক্রবার এক ঘোষণায় চিলি এ খবর জানিয়েছে।

চিলিতে অন্তত এক মাস ধরে বিক্ষোভকারীরা যেসব দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন সংবিধান সংস্কার তার অন্যতম। এদিকে গণভোটের ঘোষণার পর পরই দেশটির শেয়ার বাজার চাঙ্গা হয়ে আট শতাংশ বেড়ে গেছে। গত এক দশকে এটিই সর্বোচ্চ বৃদ্ধি।

চিলির আইনপ্রণেতারা শুক্রবার সরকারি জোট ও বিরোধী দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে ২০২০ সালের এপ্রিলে গণভোট আয়োজনের বিষয়ে সম্মত হন।

গণভোটে নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে ভোটারদের মতামত চাওয়া হবে। যদি নতুন সংবিধানের পক্ষে ভোটাররা মতামত দেন তবে, সেটি কিভাবে হবে তাও জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন সিনেট প্রেসিডেন্ট জায়মে কুইনতানা।

আরও পড়ুন: বিমানে পেঁয়াজ আসছে মঙ্গলবার

এদিকে, শুক্রবার বিকেলে হাজার হাজার লোক সান্তিয়াগোর রাস্তায় বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীদের ছোট ছোট দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।

উল্লেখ্য, মেট্রো ভাড়া বাড়ানোর প্রতিবাদে গত ১৮ অক্টোবর দেশটিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। কিন্তু সেটি পরে দেশটির রাজনৈতিক সংস্কারের দাবিতে রূপ নেয়। ১৯৯০ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর এতো বড় সংকটে পড়েনি চিলি। সহিংস এই বিক্ষোভে এ পর্যন্ত ২০ জন নিহত ও এক হাজারেরও বেশি লোক আহত হয়েছেন।
-বাসস

ইত্তেফাক/এসইউ