শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন গোটাবায়া রাজাপাকসে। সোমবার তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া। নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরই শপথ নিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। খবর আল জাজিরা’র। 

শ্রীলঙ্কার প্রাচীন রাজ্য অনুরাধাপুরার রুয়ানওয়েলি সেয়া বৌদ্ধ মন্দিরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ নেওয়ার পর নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, তার সরকার জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দেবে। তাছাড়া নিরপেক্ষ বৈদেশিক নীতি মেনে দেশ পরিচালনা করবে। 

আরও পড়ুন: শেরপুরে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে গোটাবায়া অন্তত ৫৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। গোটাবায়া রাজাপাকসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের ছোট ভাই। তিনি তামিল বিদ্রোহ দমনকালে দেশটির প্রতিরক্ষা সচিব ছিলেন। 

ইত্তেফাক/এসইউ