বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুলিশি নির্যাতনের নিন্দা জানালেন চিলির প্রেসিডেন্ট

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০০:০৯

চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা দেশটিতে পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়েছেন। গত চার সপ্তাহ ধরে চলা বিক্ষোভকালে পুলিশের ভূমিকাকে রবিবার প্রথমবারের মতো তিনি ‘নির্যাতন’ বলে বর্ণনা করেন।

 

চিলির বিক্ষুদ্ধ জনগণ সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং সম্পদশালী পরিবার থেকে আসা ক্ষুদ্র সুবিধাভোগী এলিট রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে ও অন্যান্য ইস্যু নিয়ে আন্দোলন চালিয়ে আসছে। এক মাস ধরে দেশটিতে অস্থিরতা চলছে। গত এক মাসের এ প্রতিবাদ বিক্ষোভকালে ২২ জন নিহত ও দু হাজারেরও বেশি আহত হয়েছে। ওইদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, শক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার করা হয়েছে। নির্যাতন ও অপরাধ সংঘটিত হয়েছে, সকলের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো হয়নি। আন্দোলনকালে পুলিশের বিরুদ্ধে নিষ্ঠুরতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় তদন্তের জন্যে জাতিসংঘ তদন্ত টিম ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিশন প্রেরণ করেছে।

 

ইত্তেফাক/এএম