শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্কুল ড্রেস না পরায় শিক্ষার্থীদের বিবস্ত্র করে ক্লাস করাল শিক্ষক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২২:১২

ভারতের পশ্চিমবঙ্গে স্কুল ড্রেস পরে না আসায় শিক্ষার্থীদের বিবস্ত্র করে ক্লাস করানো এবং এ অবস্থাতেই তাদেরকে বাড়ি পাঠানোর ঘটনা ঘটেছে। রাজ্যের বোলপুরের একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ। 

শিক্ষার্থীদের অভিযোগ, প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত অন্তত ৩০ জন শিক্ষার্থীকে সোমবার সারাদিন নগ্ন অবস্থাতেই স্কুলে ক্লাস করতে বাধ্য করা হয়। পরে সেভাবেই বাড়ি পাঠিয়ে দেয়া হয় তাদের।

স্কুল কর্তৃপক্ষ বলছে, ওই শিক্ষার্থীরা স্কুলের নির্ধারিত পোশাক পরে আসেনি। ভুল পোশাক পরে এসেছিল। 

আরও পড়ুন: চিৎকার করার অভিযোগে ৮০ পরীক্ষার্থীর খাতা ঘণ্টাব্যাপী জব্দ

এই ঘটনা জানাজানি হওয়ার পর স্কুল চত্বরে উপস্থিত হয়ে বিক্ষোভ করেছেন অভিভাবকরা। তাছাড়া ওই দিনই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকরা। পরে বিষয়টি মীমাংসা করতে শান্তিনিকেতন থানায় গিয়ে অভিভাবকদের কাছে ক্ষমা চান ওই স্কুলের অধ্যক্ষ।

এদিকে মঙ্গলবার সকালেও স্কুলে উপস্থিত হয়ে অভিভাবকরা বিক্ষোভ করেন। এসময় তারা অধ্যক্ষকে অপসারণের দাবি জানান। চাপে পড়ে শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে।

ইত্তেফাক/এসইউ