শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হংকংয়ের মানবাধিকার রক্ষায় মার্কিন সিনেটে বিল পাস

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৪:২৯

হংকংয়ের ‘মানবাধিকার ও গণতন্ত্রের’ সমর্থনে মার্কিন সিনেটে মঙ্গলবার সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হয়েছে এবং তারা তাদের বিশেষ অর্থনৈতিক মর্যাদা তুলে নেয়ার হুমকি দিয়েছে। চীনের এ ভূখন্ডে মানবাধিকার লঙ্ঘন করে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোয় এমন আইন পাস করা হয়। এতে বেইজিং ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র। 

বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহার করা টিয়্যার গ্যাস, রাবার বুলেট ও অন্যান্য সরঞ্জামাদি নিষিদ্ধ করবে এমন একটি পদক্ষেপও আইনপ্রণেতারা অনুমোদন করেছেন। সেখানে বিগত কয়েক মাস ধরে বিক্ষোভকারীরা লাগাতারভাবে আন্দোলন করে আসছে। স্বায়ত্বশাসিত এ ভূখন্ডে গণতন্ত্রের দাবিতে তারা এ আন্দোলন করছে।

মার্কিন প্রতিনিধি পরিষদ গত মাসে একই ধরনের একটি বিল পাস করায় চীন তাদের ‘কঠোর নিন্দা’ ব্যক্ত করেছিল।

সিনেটের হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্টে হংকংকে ওয়াশিংটনের দেয়া বিশেষ বাণিজ্য মর্যাদার পক্ষে মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক পর্যবেক্ষণ প্রয়োজন হবে।

বিলে বিচারবহির্ভূত কার্যকলাপসহ মানবাধিকার লঙ্ঘন করা হংকং ও চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।

ইত্তেফাক/এসআর